নাগাল্যান্ডের ছয় জেলায় কার্যত পড়লো না ভোট, ভোটদানের হার প্রায় ০ শতাংশ
আর দশটা কেন্দ্রের মতো ১৯ই এপ্রিল নাগাল্যান্ডের লোকসভা কেন্দ্র গুলিতেও প্রথম দফাতেই ছিল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। রীতিমতো ভোট গ্রহন করতে নির্বাচন কর্মীরা পৌঁছে গিয়েছিল বুথে বুথে। কিন্তু নাগাল্যান্ডের ৬ জেলার ভোট কেন্দ্রে পড়লো না একটি ভোটও। কেন? কারণ ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা।
জানা গেছে, পৃথক প্রশাসন এবং বৃহত্তর আর্থিক স্বাধীনতার দাবিতে 'গণ জরুরি অবস্থা' জারি করে স্থানীয়দের ভোট বয়কট করতে আহ্বান জানিয়েছিল 'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশন' বা ইএনপিও (ENPO calls For Poll Boycott)। আর তাই নাগাল্যান্ডের ছয় জেলায় ভোট বয়কট করেছে ভোটাররা। ফলে ছটি জেলায় কার্যত কোনও ভোটই পড়েনি (Nagaland Zero Percent Vote In 6 Districts)।
মুখ্যমন্ত্রী নিফিউ রিও শুক্রবার নিশ্চিত করেছেন যে রাজ্য সরকারের পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের (ENPO) FNT-এর দাবিতে কোনও সমস্যা নেই কারণ এটি ইতিমধ্যে এই অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত ক্ষমতার সুপারিশ করেছে। ENPO হল পূর্বাঞ্চলের সাতটি উপজাতীয় সংগঠনের শীর্ষ সংস্থা।
কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসন এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া পূর্ব নাগাল্যান্ডের প্রধান রাস্তায় কোনও মানুষ বা যানবাহন চলাচল ছিল না। নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আওয়া লরিং বলেছেন যে 20টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই অঞ্চলের 738টি ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকাল 4টার মধ্যে ভোটগ্রহণ কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊