প্রথম উইকেটরক্ষক হিসাবে আইপিএলে নয়া কীর্তি ধোনির
বয়স ৪২। কিন্তু তার পারফরমেন্সে নেই সেই বয়সের ছাপ। এখনও যেভাবে মারমুখী মেজাজে ব্যাট চালান তা আসলেই অবিশ্বাস্য। আবার কিপিং-য়েও ছাপ থেকে গেছে সেই যুবক ধোনিরেই। আইপিএলের শেষ ওভারে সব সময়ই আগ্রাসী মেজাজে দেখা যায় ধোনিকে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯ বলে ২৮ রান করে এক নয়া কীর্তির অধিকারী হলেন ধোনি। আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেটরক্ষক হিসাবে আইপিএলে এই কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক।
আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত ব্যাটার ধোনি। ২৫৫ স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত করেছেন ৮৭ রান। দলের ইনিংসের শেষ ওভারে এখনও পর্যন্ত ১৬ বল খেলে ৫৭ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে চারটি চার এবং ছ’টি ছয়। ইনিংসের শেষ ওভারে ধোনির স্ট্রাইক রেট ৩৫৬.২৫। সব মিলিয়ে আইপিএলের শেষ ওভারে ধোনি ৩১৩ বল খেলে করেছেন ৭৭২ রান। ৫৩টি চার এবং ৬৫টি ছয় মেরেছেন। স্ট্রাইক রেট ২৪৬.৬৪।
লখনৌয়ের বিরুদ্ধে মাঠে নেমে দুইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। চেনা ছন্দে লম্বা ছক্কায় ১০১ মিটার পাঠিয়েছেন বলকে। এদিন ৫০০০ রান পূর্ণ করায় উচ্ছ্বসিত হয়ে পড়ে ফ্যানরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊