Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাইকেল চেপে প্রচারে সায়নী ঘোষ

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সাইকেলে চেপে বারুইপুর শিখরবালিতে অভিনব প্রচার সায়নী ঘোষের

Sayani Ghosh


কয়েকদিন প্রচন্ড গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার. কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিপাত। যেমন গরমকে উপেক্ষা করেই প্রচার চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে তেমনি আজকেও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সকালে বারুইপুর শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার সারলেন। 


কখনো সাইকেল চালিয়ে শিখর বালি গ্রাম পঞ্চায়েতের রাম গোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে পৌঁছে গেলেন , আবার কখনো বা জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে ভোটের প্রচার সারলেন। 


এ প্রচারে সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মত্ত ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ আরো অনেকে। সাইকেলে চেপে গ্রামে ঘুরেএই অভিনব প্রচার দেখে মানুষের উৎসাহ ও উদ্দীপানা ছিল চোখে পড়ার মতো।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code