Latest News

6/recent/ticker-posts

Ad Code

মতুয়া মানেই বিজেপি না, আমাকেও অনেকে ভালোবাসে, নমিনেশন জমা দিয়েজানালেন শর্মিলা সরকার

মতুয়া মানেই বিজেপি না, আমাকেও অনেকে ভালোবাসে, জানালেন শর্মিলা সরকার

Sarmila Sarkar


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

কোনো সাম্প্রদায়কে দিয়ে মানুষকে বিচার করা যায়না।বিজেপি মানে মতুয়া না। মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষ আমাকে ভালোবাসেন। শুক্রবার পারবিরহাটা বড়োমা কালী মন্দিরে পূজো দিয়ে দ্বিতীয় দিনে নমিনেশন ফাইল করতে এসে একথা বলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার।



শর্মিলা সরকারের সাথে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য,মেন্টর মহম্মদ ইসমাইল। বৃহস্পতিবার নমিনেশন ফাইল করে ছিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার।



যে অসীম সরকার কালনার মাটিতে পা রেখে নিজের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে নানা ধরনের গান বেঁধে ছিলেন। সেই অসীম সরকার গতকাল নমিনেশন ফাইল করতে এসে বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারকে মা বলে সম্বোধন করেন। বিজেপি প্রার্থী অসীম সরকারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলতে চাইলেন না শর্মিলা দেবী।তবে লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে একশ শতাংশ আশাবাদী তৃনমূল প্রার্থী শর্মিলা সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code