জন্মদিনের শুভেচ্ছা জানাতে দিলীপের বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার

Dilip Ghosh


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বাড়িতে এলেন ব্রিটিশ হাইকমিশনার।ব্রিটিশ হাইকমিশনারের দেশের আর্থিক উন্নয়ন বাড়াতে লক্ষ্মী গনেশের মূর্তি দিয়েছেন বলে সাংবাদিকদের জানান বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।




শুক্রবার বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ সংযুক্ত মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের সম্মুখে দিলীপ ঘোষ মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সোচ্চার হোন। দিলীপ ঘোষ বলেন মুর্শিদাবাদের যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে সাজা দেওয়া হোক। বাংলা একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে বারবার উল্টোপাল্টা ঘটনা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে ।



দিলীপ ঘোষ বলেন ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন আমার বাড়িতে। গতকাল আমার জন্মদিনও ছিল তিনি শুভেচ্ছা জানালেন। উনি মূলত গুজরাটি পরিবারের। ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির প্রতীক ও লক্ষ্মী গণেশের মূর্তি দিলাম এবং বললাম আপনাদের দেশে আর্থিক অবস্থা, ঠিক নেই, লক্ষ্মী গণেশকে নিয়ে যান হয়তো আর্থিক দুরবস্থা ঠিক হবে।