Rahul Gandhi: অসুস্থ রাহুল গান্ধী!
একদিকে যখন তীব্র গরম আর সেই আবহেই দেশে চলছে সাধারণ নির্বাচন। আর স্বাভাবিক ভাবেই দলের প্রচারে ব্যস্ত নেতানেত্রীরা। প্রখর রোদ, তাপপ্রবাহকে উপেক্ষা করে জোর কদমে চলছে মিটিং মিছিল। প্রচারে একাধিক জায়গায় সভা, মিছিল করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে আজ মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের সভা করবেন না তিনি। এমনটাই খবর।
এক্স হ্যান্ডলে জয়রাম রমেশ লেখেন, 'রাহুল গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন । এই মুহূর্তে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। সাতনার সভায় যোগদান করার পর রাঁচির সমাবেশে বক্তব্য রাখবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আজ মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে মেগা শোয়ে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
ইতিমধ্যেই প্রথম দফায় ১০২টি আসনে ভোট গ্রহন পর্ব শেষ হয়েছে। আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊