পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে ১০০ বছরের বেশি ভোটদাতাদের সংখ্যা কত, জানেন?
দেশের ১৮তম লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।
সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। স্ক্রুটিনি ২৬ এপ্রিল। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগণনা ৪ জুন।
একদফায় নির্বাচন রয়েছে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে।
দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে। তৃতীয় দফায় নির্বাচন ছত্তীসগঢ়, অসমে। চতুর্থ দফায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। পঞ্চম দফায় নির্বাচন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। সপ্তম দফায় নির্বাচন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে।
আগামী ১৯ এপ্রিল রাজ্যের প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এবছর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ১০১ বছরের উর্ধ্বে ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি, কলকাতা উত্তর কেন্দ্রে সবচেয়ে কম ।
পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মোট ৩ হাজার ৫৪১ জন ভোটদাতার বয়স ১০১ – এর বেশি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে যে, এদের মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি। এই কেন্দ্রে ১০১ বছরের বেশি বয়সী ভোটদাতার সংখ্যা ৩০৯। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এই সংখ্যা সবচেয়ে কম – ১১ জন।
এবার ৮৫ বছরের উর্ধ্বে ভোটদাতার সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৭১৯। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৫৯ লক্ষ। ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটদাতার সংখ্যা ১৫ লক্ষ ২৪ হাজার ৯৮৫।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊