Debashish Dhar: বাতিল বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন

debasish dhar



গত বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৫ জনের। সেই সময়কার এসডিপিও দেবাশিস ধরকে (Debashish Dhar) লোকসভার প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু বাতিল হল বীরভূমের (Birbhum) বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন পত্র।


কোচবিহারের সেই আইপিএস আধিকারিক এসডিপিও দেবাশিস ধরকে (Debashish Dhar) রাজ্য ক্লিনচিট দেয়নি। যার দরুন বাতিল হলো দেবাশিস ধরের মনোনয়ন পত্র।


পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য় সরকারের ছাড়পত্র পাননি তিনি। অথচ মনোনয়ন দাখিলের সময় সেই ছাড়পত্র জমা দেওয়া আবিশ্যিক। রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হল বলে জানিয়েছেন খোদ প্রার্থীই (Debashish Dhar)। তবে তাঁর দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।


গত ২৩ এপ্রিল বীরভূমে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই সাফ জানিয়েছিলেন, সদ্য চাকরি ছাড়া আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে ‘নো ডিউস’ দেয়নি রাজ্য। অথচ মনোনয়নপত্র জমার সময় সেই ছাড়পত্র জমা করা দরকার বলেই খবর। তবে মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় বিজেপি।



সূত্রের খবর, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একাধিক অভিজ্ঞ আইনজীবীদের একটি টিম বীরভূমে এসে পৌঁছছে। তাঁরাই বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে। 

তবে এরকম কিছু হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল বিজেপি। আর তাই বীরভূম কেন্দ্রে দেবাশিস ধরের (Debashish Dhar) বিকল্প প্রার্থী দিয়ে রেখেছে বিজেপি।