Loksabha Election 2024: দুই 'বি ' কে নিয়ে পাহাড়ে অনেকটাই শক্তিশালী গেরুয়া শিবির, ভোট দিলেন বিমল গুরুং
নিবার্চনের ঠিক আগেই পাহাড়ের দুই গোর্খা নেতার সক্রিয়তা অনেকটাই বিপাকে ফেলেছে শাসক এবং বাম কংগ্রেস জোটকে। প্রথমে মালবাজারে শুভেন্দু অধিকারীর জনসভা থেকে বিমল গুরুং এবং ঠিক তার পরেই পাহাড়ের আরেক নেতা বিনয় তামাং এর বিজেপিতে যোগ দান। বিমল এবং বিনয়'কে নিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি প্রার্থী রাজু বিস্তা।
আজ সকাল সকাল ভোট দিলেন বিমল গুরুং। বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "২০১৯ লোকসভা নির্বাচনে তাঁদের দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে কাজ করেছিল। ২০২৪-এর বছরের লোকসভা নির্বাচনেও তাঁরাও ভারতের জনতা পার্টিকেই সমর্থন জানাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করে বিপুল ভোটে জয় করাবেন তাঁরা। তাঁদের উদ্দেশ্য ১১ টি ট্রাইবাল কমিউনিটিকে মান্যতা দেওয়া এবং পাহাড়ের পর্যটনের বিকাশ ঘটানো। তাই তাঁরা এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রী পদে বসাতে চান।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊