ইডির পর এবার ভোটের মুখে রাজ্যে আক্রান্ত এনআইএ

Bhupatinagar


ইডির পর এবার ভোটের মুখে আক্রান্ত এনআইএ। কোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যায় এনআইএ । আর সেখানে গিয়ে হামলার শিকার হলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আধিকারিকের মাথা ফেটেছে বলে খবর। স্থানীয়দের ছোড়া পাথরে ভাঙে এনআইএ-র গাড়ির কাচ এমনটাই জানা যাচ্ছে।



জানা গেছে, কোনওক্রমে ফাটা মাথা, ভাঙা গাড়ি নিয়ে কলকাতায় ফিরে যান এনআইএ আধিকারিকরা। এদিন, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে এনআইএ। তখনই গ্রামবাসীদের প্রতিরোধের সম্মুখীন হন তাঁরা। এমনটাই জানা গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেই রেশ কাটতে না কাটতেই ভোটমুখী বাংলায় এ বার আক্রান্ত হল এনআইএ।

২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে রাত প্রায় ১১টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার এএনআই কে দিয়েছে আদালত। তারই তদন্তে গিয়ে আক্রান্ত এএনআই আধিকারিকরা।