Latest News

6/recent/ticker-posts

Ad Code

NIA-র ওপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের

NIA-র ওপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের 

Bhupatinagar NIA attack case



ভূপতিনগরে এনআইএ-র উপর ( Bhupatinagar NIA Attacked) হামলার ঘটনায় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এমনটাই খবর। 



কোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যায় এনআইএ । আর সেখানে গিয়ে হামলার শিকার হলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আধিকারিকের মাথা ফেটেছে বলে খবর। স্থানীয়দের ছোড়া পাথরে ভাঙে এনআইএ-র গাড়ির কাচ এমনটাই জানা যাচ্ছে। 



এই ঘটনায় ইতিমধ্যে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এমনটাই খবর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হন এক আধিকারিক। 



সূত্রের খবর, থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে NIA. এদিকে, পুলিশের তরফে দাবি, বাহিনী পৌঁছনোর আগেই গ্রামে পৌঁছে যায় NIA টিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code