"নাকা চেকিং এ বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধার"
শুক্রবার গভীররাত্রে কোচবিহার জেলা পুলিশের বক্সিরহাট থানার অন্তর্গত সঙ্কোষ নাকা চেকিং পয়েন্টে এস. এস. টি. টিমের মেজিস্ট্রেটের উপস্থিতিতে বক্সিরহাট থানা আসাম থেকে আগত আসাম নম্বরের একটি মারুতি সুইফট গাড়িকে তল্লাশির সময় গাড়ির ভিতরে থাকা একটি লাল উপহারের প্যাকেট বাদামী সেলো টেপ দিয়ে বাধা অবস্থায় দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে সেই প্যাকেটটিও তল্লাশি করে পুলিশ।
তল্লাশি করছি চক্ষু চড়কগাছ পুলিশের। সেখান থেকেই ২৩,৫৬,৫০০/- নকল টাকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি গাড়িতে থাকা ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় কোচবিহার, অলিপুর ও জলপাইগুড়িতে লোকসভা নির্বাচন। আর তার প্রাক্কালে কোচবিহার জেলা পুলিশ, জেলা প্রশাসনের সাথে নাকা তল্লাশি এবং কেন্দ্রীয় বাহিনীসহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করে সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ ভাবে লোকসভা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিনিয়ত চলছে নাকি চেকিং।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊