Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিষেকের হেলিকপ্টার থামিয়ে তল্লাশি আয়কর বিভাগের, ক্ষোভ প্রকাশ তৃণমূলের

অভিষেকের হেলিকপ্টার থামিয়ে তল্লাশি আয়কর বিভাগের

Abhishek Banerjee



সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে চলছে জোর কদমে প্রচারে। ১৯ তারিখ প্রথম দফার ভোট গ্রহন। প্রথম দফাতেই বাংলার তিনকেন্দ্রে রয়েছে নির্বাচন। রাজ্য জুড়ে একে একে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তমলুকে রয়েছে অভিষেকের সভা। 



কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রান চলছিল। ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি চালিয়েছে অভিষেকের হেলিকপ্টারে, দাবি তৃণমূলের। তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূলের। তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, আক্রমণে রাজ্যের শাসক দল। 


পয়লা বৈশাখের দিন অভিষেক এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানিয়েছেন, তাঁর কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। তার পরেই সরব তৃণমূল। তিনি জানান, NIA তাঁদের DG এবং SP-কে অপসারণ করার পরিবর্তে কমিশন এবং বিজেপি আজ আমার হেলিকপ্টার এবং নিরাপত্তা কর্মীদের তল্লাশি করতে একটি টিম পাঠিয়েছিল। যদিও তল্লাশি চালানোর পরেও কিছু পাননি তাঁরা। তিনি বলেন, ‘জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু বাংলার প্রতিরোধের শক্তি কখনই দুর্বল হবে না।’


এপ্রসঙ্গে শশী পাঁজার কথায়, ‘‘আজকের তল্লাশি এটাই প্রমাণ করে যে, বিজেপি ভয় পেয়েছে। আজ দেখলাম বাংলায় অভিষেকের চপারে তল্লাশি করতে আয়কর দফতরের আধিকারিকেরা এসেছেন। বিজেপির নির্দেশেই তৃণমূলকে বিরত করা হচ্ছে।’




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code