Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তীর সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


Hanuman Jayanti 2024


আজ হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2024)। হনুমান জয়ন্তী বা জন্মোৎসব  (Hanuman Jayanti 2024) হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যাতে হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করা হয়। এই উৎসব ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পালিত হয় । ভারতের অধিকাংশ রাজ্যে, উৎসবটি হয় চৈত্র মাসে বা কর্ণাটকে হনুমান জন্মোৎসব (Hanuman Jayanti 2024) পালন করা হয় অগ্রহায়ণ মাসে শুক্লাপক্ষ ত্রয়োদশীতে।

প্রভু রামের জন্মদিনের ছয় দিন পরেই তাঁর ভক্তের জন্মদিন (Hanuman Jayanti 2024)। গোটা দেশ জুড়ে আজ পূজিত হবেন বজরঙ্গবলী। 

হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti 2024) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের ফেসবুক ও টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে বাংলা ও হিন্দী দুই ভাষাতেই শুভেচ্ছা বার্তা জানান তিনি। লেখেন- "সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"