UGC NET 2024 JUNE SESSION 


College Teacher Exam

সহকারী অধ্যাপক এবং রিসার্চ ফেলো নিয়োগ পরীক্ষা ইউজিসি নেটের আবেদন গ্রহন শুরু করেছে ইউজিসি। ২৭শে মার্চ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল এপ্রিলেই আরম্ভ হতে চলেছে ইউজিসি নেট জুন সেশনের আবেদন গ্রহন আর হল তাই।



২১ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষার (UGC NET 2024) রেজিস্ট্রেশন। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। ১১ মে পর্যন্ত এই পরীক্ষার আবেদনের ফি জমা দেওয়া যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।



পাশাপাশি পরীক্ষার্থীরা আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন ওয়েবসাইট থেকেই। ইউজিসি নেট পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ১১৫০ টাকা। অন্যদিকে SC/ST বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আবেদনের ফি রাখা হয়েছে ৩২৫ টাকা।




আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সন্ধান করুন এবং অবশ্যই আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে অবগত হয়েছি আবেদন করুন।