Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভক্তি ও আনন্দের মেলবন্ধন দিনহাটা উৎসবে, ভাগবত পাঠে জনসমুদ্র, আবেগে আপ্লুত মন্ত্রী উদয়ন গুহ

ভক্তি ও আনন্দের মেলবন্ধন দিনহাটা উৎসবে, ভাগবত পাঠে জনসমুদ্র, আবেগে আপ্লুত মন্ত্রী উদয়ন গুহ

Dinhata Utsav 2026, Bhagwat Das Brahmachari, Udayan Guha, Dinhata Sanghati Maidan, Bhagwat Path, Cooch Behar News, Spiritual Event West Bengal, Udayan Guha Interview.


নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: উৎসবের ১০ দিন পেরিয়ে গেলেও সোমবার এক অন্য মেজাজে ধরা দিল দিনহাটা। প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় দিনহাটা সংহতি ময়দানে আয়োজিত হল এক বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সন্ধ্যা। এদিন বৃন্দাবন থেকে আগত 'বিস্ময় বালক' ভাগবত দাস ব্রহ্মচারীর কণ্ঠে শ্রীমদ্ভাগবত পাঠ শুনতে কার্যত জনসমুদ্রে পরিণত হল উৎসব প্রাঙ্গণ।

এদিন সন্ধ্যায় মঞ্চে ভাগবত দাস ব্রহ্মচারীর উপস্থিতি ভক্তদের মধ্যে গভীর আধ্যাত্মিক আবহ তৈরি করে। তাঁর সুমধুর ও ভাবগম্ভীর পাঠে মোহিত হয়ে যান উপস্থিত হাজারো মানুষ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ভাগবত দাস ব্রহ্মচারীকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা জানান।

জনতার এই বিপুল উপস্থিতি এবং উচ্ছ্বাস দেখে আবেগে ভাসলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, "গত ১০ দিন ধরে মানুষ দিনহাটা উৎসব দেখেছে, কিন্তু আজ ২৬ তারিখে এসে মনে হচ্ছে এ এক আলাদা দিনহাটা উৎসব, এক আলাদা দিনহাটা। একদিকে ভক্তি, অন্যদিকে আনন্দ— সব মিলেমিশে একাকার। মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগ আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।"

মন্ত্রী আরও বলেন, "এত মানুষ যে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন— এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের এত পরিশ্রম, দৌড়াদৌড়ি সবকিছুর সার্থকতা হল এই মানুষগুলোকে খুশি করতে পারা।"

বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্যের অনুষ্ঠানের দিন মন্ত্রী যে 'পাপ স্খলনে'র ইঙ্গিত দিয়েছিলেন, এদিন সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে উদয়ন গুহ বলেন, "যাদের মনে ঢোকার তারা বুঝেছেন। তবে মানুষের এই আনন্দের বহিঃপ্রকাশই আমার কাছে শেষ কথা। মানুষ একটা ভালো কিছু আশা করেছিল, সেটা তারা পেয়েছে।"

মন্ত্রী জানান, উৎসবের মূল পর্ব শেষ হলেও আগামী দু'দিন নাটকের আসর বসবে অডিটোরিয়ামে। এরপর আগামী ২৮ তারিখ সন্ধ্যায় এই বছরের মতো দিনহাটা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিনের অনুষ্ঠানে ভক্তদের ভক্তিভাব এবং উৎসবের আনন্দ মিলেমিশে দিনহাটার সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code