৬ উইকেটে চেন্নাইকে হারালো হায়দরাবাদ

SRH


চেন্নাই সুপার কিংস: ১৬৫/৫ (শিবম দুবে ৪৫, রাহানে ৩৫)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৬/৪ (মার্করাম ৫০, অভিষেক শর্মা: ৩৭)

৬ উইকেটে জয়ী হায়দরাবাদ।



টানা দুই ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের। আজ হায়দরাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যআট করতে নেমে ১৬৫ রানের স্কোর গড়ে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আজ জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। কারণ গত ম্যাচে দুই দলই হেরেছিল। এদিকে চেন্নাইয়ের ম্যাচে মাহি ম্যাজিকের দিকে তাকিয়ে ছিল গোটা স্টেডিয়াম। কারণ পুরোনো ফর্মে ফিরেছে ধোনি। যদিও এদিন মাহি ম্যআজইক দেখার মতো সময় হয়নি। চেন্নাইয়ের হয়ে ঋতুরাজরা ২৬, রাচিন রবীন্দ্র ১২, অজিঙ্ক রাহান ৩৫, শিবম দুবে ২৪ বলে ৪৫, রবীন্দ্র জাদেজাও ৩১। মূলত তাঁদের ব্যাটিংয়ে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে চেন্নাই সুপার কিংস।

জবাবে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ৩১ ও অভিষেক শর্মা ৩৭ করেন। হাফ সেঞ্চুরি করেন মার্করাম। শাহবাজ ১৮, ক্লাসেন ১০, নীতিশ ১৪ করেন। ১১ বল বাকি থাকতেই ছয় মেরে ম্যাচ শেষ করে দেন নীতিশ রেড্ডি। ৬ উইকেটে ম্যাচ জিতে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।