১৪৩১ বঙ্গাব্দ: নববর্ষে জেনেনিন, বৈশাখ মাসের শুভ দিনগুলি
বাংলা নতুন বছর , নতুন বঙ্গাব্দ ১৪৩১। ১ লা বৈশাখ থেকেই শুরু হয় বাংলা বর্ষ। নববর্ষ যেনো বিশ্বের সমগ্র বাঙালির এক হওয়ার দিন। ১ লা বৈশাখ বিশ্বের সমগ্র বাঙালিই যেনো একাত্মতা অনুভব করে এই দিনটিতে।
এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কিন্তু কবে থেকে শুরু হলো বাঙালির বর্ষ বরণ ? কোন কোন ঐতিহাসিক মনে করেন সৌর পঞ্জিকা অনুসারে বহুকাল আগে থেকেই সৌর বছরের প্রথম দিন বাংলা, আসাম, কেরালা, মনিপুর, নেপাল ইত্যাদি বিভিন্ন ভারতীয় প্রদেশে মূলত ঋতুধর্মী উৎসব হিসেবে নববর্ষ পালিত হতো। আরও পড়ুনঃ বাংলা নববর্ষে বৈশাখী শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে
অন্যদিকে আবার বহু ঐতিহাসিক মনে করেন যে বাংলা বর্ষপঞ্জিকার পরিমার্জন এর মাধ্যমে খাজনা আদায়ের ব্যবস্থা কে একটি সুষ্ঠু রূপ দেওয়ার জন্য মুঘল সম্রাট আকবর সৌর পঞ্জিকা এবং হিজরি সনের মেলবন্ধন ঘটিয়ে বাংলা বর্ষপঞ্জিকার প্রচলন করেন। কিন্তু বহু ঐতিহাসিক আবার এই দাবিকে বাতিল করে দিয়ে বাংলা বর্ষপঞ্জিকে হিন্দু ঐতিহ্যের বিক্রমী দিনপঞ্জীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন।
একথা সত্য যে প্রত্নতাত্ত্বিক খননের ফলে আকবরের শাসনকালের বহু আগেও বাংলা বর্ষপঞ্জিকা এবং নববর্ষ উদযাপনের নিদর্শন পাওয়া গিয়েছে।
তবে তর্ক বিতর্ক যাই থাকুক না কেন, বাঙালির নিজস্ব বর্ষ পঞ্জী আছে, এ তো কম গৌরবের নয়। ১ লা বৈশাখ সেই গৌরবকেই যেনো ফিরে দেখা।
এবার আসুন জেনেনেই বৈশাখ মাসের বিশেষ বিশেষ শুভ দিনগুলি সম্পর্কে-
১ বৈশাখ নববর্ষ , বাসন্তী দুর্গা অদিবাস এবং আম্বেদকর জন্মদিন।
২ বৈশাখ বাসন্তী দুর্গা পূজা ।
৩ বৈশাখ অন্নপূর্ণা পূজা ।
৪ বৈশাখ রামনবমী ব্রত।
৮ বৈশাখ মহাবীর জয়ন্তী।
১০ বৈশাখ হনুমান জয়ন্তী।
১৮ বৈশাখ মে দিবস।
২১ বৈশাখ একাদশী উপবাস।
২৫ বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী।
২৭ বৈশাখ অক্ষয় তৃতীয়া।
এছাড়াও বৈশাখ মাসে রয়েছে একাধিক শুভ তারিখ, যেমন বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষনের শুভ দিন।
বৈশাখে বিবাহের শুভ দিন- ৫,১৫,১৭,১৮,২৬
সাধভক্ষণের শুভ দিন- ২,৮,২৬,২৯
অন্নপ্রাশন- ৮,২৬
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊