boishakhi 2022, Bengali New Year, নববর্ষ, শুভ নববর্ষ, ১ লা বৈশাখ, বৈশাখী শুভেচ্ছা, bengali new year greetings,
বৈশাখ মানেই বাঙালির আবেগ, বৈশাখ মানেই বাঙালির আনন্দ যাপন, বৈশাখ মানেই উৎসব আয়োজন, বৈশাখ মানেই নতুন পোশাক, বৈশাখ মানেই নতুন বছর , নতুন সংকল্প।
বাঙালির কাছে বৈশাখ মানেই এক ভালোবাসা। বৈশাখ মানেই প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানানো।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় প্রিয়জনদের। কয়েকবছর আগেও নববর্ষের শুভেচ্ছা জানাতে হাজারো রকমের কার্ড পাওয়া যেতো।
কিন্তু এখন আর তা দেখা যায় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, ট্যুইটার জুড়ে এখন ডিজিটাল গ্রেটিংস এর বিনিময়।
আপনাদের জন্যও রইলো কিছু ডিজিটাল গ্রেটিংস। আরও প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊