দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জমে উঠেছে পিঠেপুলি ও পৌষমেলা
অজন্তা সরকার, বালুরঘাট: শীতের মিঠে রোদে পিঠেপুলি আর মেলার আনন্দ উপভোগ করতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে এবারও বসেছে পৌষমেলা। চকভবানী সংকেত ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলাটি চতুর্থ বর্ষে পদার্পণ করল।
গত ৯ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত। মেলা প্রাঙ্গণ জুড়ে যেন এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া। বাউল শিল্পীদের গান এবং সোনাঝুরির হাটের আদলে সাজানো স্টলগুলি দর্শনার্থীদের মন জয় করছে।
মেলায় আসা দর্শনার্থীদের জন্য রয়েছে হরেক রকমের আকর্ষণ। শিউড়ি থেকে আসা বিখ্যাত আচার ও মোরব্বা, মাটির পুতুল, বাহারি মাটির জিনিসপত্র, এবং বেত ও বাঁশের আসবাবপত্র নজর কাড়ছে সকলের। ফাস্ট ফুডের স্টল থাকলেও এবারের মেলার মূল আকর্ষণ হরেক রকমের পিঠেপুলি।
চকভবানী সংকেত ক্লাবের পাশেই ইংরেজি শিক্ষিকা সুস্মিতা সরকার ও তাঁর বোন তনুশ্রী সরকার তাঁদের হাতের জাদুতে হরেক রকমের পিঠের সম্ভার সাজিয়ে বসেছেন। রাজস্থানী ঘেবর, গোকুল পিঠে, রসবড়া, পাটিসাপটা, মুগপুলি, দুধপুলি সহ নানা স্বাদের পিঠের গন্ধে ম ম করছে মেলা প্রাঙ্গণ। পিঠের পাশাপাশি তাঁদের হাতের তৈরি কেক ও পেস্ট্রির স্টলও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
মকর সংক্রান্তির উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই পিঠেপুলি উৎসব বালুরঘাটবাসীর মন ও রসনা—উভয়কেই তৃপ্ত করেছে। শীতের আমেজে এই মেলা ও পিঠেপুলি উৎসব বালুরঘাটের মানুষের কাছে এক বাড়তি পাওনা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊