গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার দিনহাটার কৃষিমেলার বাস ডিপোয়

গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার দিনহাটার কৃষিমেলার বাস ডিপোয়

দিনহাটা:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটার কৃষিমেলা ডিপোয় দিনহাটা কালিয়াগঞ্জ বাস থেকে গাঁজা ভর্তি দুটি ব্যাগ উদ্ধার হল। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ কালিয়াগঞ্জ গামী বাস ডিপো থেকে ছাড়ার আগে কর্মীরা গাড়ি চেক করার সময় ব্যাগ দুটি দেখতে পায়। সে সময় ওই বাসে দুই যুবক দুই দিকে বসেছিল। সংস্থার এক কর্মী ব্যাগ দুটি দেখতেই দুই যুবক পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

প্রসঙ্গত দিন কয়েক আগেও কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়। আজ সংস্থার কৃষি মেলার ডিপোতে উদ্ধার হলো গাঁজা। 

জানা গিয়েছে, সংস্থার কর্মী সুজয় সাহা প্রতিদিনের মতো এদিনও কাজে যোগ দিয়ে দিনহাটা কালিয়াগঞ্জ গাড়ি ছাড়ার আগে সব কিছু চেক করছিলেন। সেই সময় গাড়িতে দুই যুবক দুই দিকে বসেছিল। গাড়ির উপরে বাঙ্কারে দুটি ব্যাগ থাকলেও সেই আসনে কেউ ছিলনা। ওই কর্মীর সন্দেহ হতেই তিনি ওই যুবকদের কাছে জানতে চান ব্যাগ দুটি কার। সে সময় ওই দুই যুবককে সুজয় সাহা নামে ওই কর্মী জানতে চাইলে একজন জানায় ব্যাগটি তার। এরপরেই সংস্কার কর্মী ব্যাগ দুটি চেক করতেই ভেতরে গাঁজা পায়। মুহূর্তে দুই যুবক পালিয়ে যায় সেখান থেকে।

সংস্থার দিনহাটা ডিপোর ডি আই তরণীকান্ত বর্মন বলেন, সংস্থার একটি নির্দেশ এসেছে দূরপাল্লার গাড়িগুলি বিশেষভাবে নজরদারির জন্য। সেইমত এদিনও সংস্থার কর্মী সুজয় সাহা দিনহাটা কালিয়াগঞ্জ রুটের গাড়িটি ছাড়ার আগে সবকিছু দেখছিল। সেই সময় দুটি ব্যাগ সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তল্লাসি করতেই গাঁজা উদ্ধার হয়। আমরা পুলিশকে জানাই। পুলিশ এসে গাঁজা সহ ব্যাগ দুটি নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দিনহাটা ডিপোয় একটি গাড়ি থেকে গাঁজাসহ দুটি ব্যাগ উদ্ধা হয়েছে। তদন্ত চলছে।