পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে টাকা আদায়ের অভিযোগ

police


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: 

কলকাতা পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে একাধিক কয়লাবাহী লরির চালক সহ একটি কয়লার ডিপো থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি আসানসোলের চুরুলিয়া এলাকার।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে তিন ব্যক্তি সংশ্লিষ্ট এলাকার একটি কয়লার ডিপোর কাছে আসে এবং  ৫ লাখ টাকা দাবি করে। অন্যথায় সিআইএসএফকে জানানো হবে বলে হুমকি দেয়। এমনকি সেখানে উপস্থিত ট্রাক চালকরাও ওই তিন জনকে ত্রিশ হাজার টাকা দিতে বাধ্য হন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সিআইএসএফ-এর আধিকারিকরা এসে উপস্থিত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। 

এদিকে তথাকথিত কলকাতা পুলিশ অফিসার হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি নিজের মুখ রুমাল ও মুখোশ দিয়ে ঢেকে রাখেন। তিনি কোনো প্রতিক্রিয়া দিতে না চাইলেও ডিপো মালিকের পক্ষ থেকে নাকি স্থানীয়  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।