Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2024 RCB vs RR: ব্যর্থ কোহলির সেঞ্চুরি, বাটলার ঝড়ে জয় রাজস্থানের

ব্যর্থ কোহলির সেঞ্চুরি, বাটলার ঝড়ে জয় রাজস্থানের

Butler, rr,


ব্যর্থ কোহলির সেঞ্চুরি, বাটলার ঝড়ে জয় রাজস্থানের। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৩ তুলেছিল আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে (০ রান) হারায় রাজস্থান। তবে দ্বিতীয় উইকেটে ৮৬ বলে ১৪৮ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাটলার ও সঞ্জু। ৪২ বলে ৬৯ রান করে সঞ্জু ফিরলেও অপরাজিত সেঞ্চুরি বাটলারের।



এদিন যেমন ছক্কায় ফিনিশ করলেন ম্যাচ তেমনই পূরণ করেন সেঞ্চুরি। যখন ৯৪ রানে ক্রিজে ছিলেন বাটলার ঠিক তখন রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১ রান। ক্যামেরন গ্রিনকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ইংরেজ তারকা। জিতেও যায় ম্যাচ।



প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৪ ওভারে ১২৫ রান তোলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। এরপর ডুপ্লেসি (৩৩ বলে ৪৪ রান) আউট হলেও, ৬৭ বলে সেঞ্চুরি করেন কোহলি। শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। তবে এদিন ব্যর্থ সৌরভ, ম্যাক্সওয়েল, গ্রিন। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৩ তুলেছিল আরসিবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code