সিবিআই তদন্ত হলে শীতলখুচি রহস্য উন্মোচিত হবে দুবরাজপুরে বললেন বিজেপি প্রার্থী দেবাশীষ ধর
দুবরাজপুর পাহাড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর । বিজেপি কমী সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর বলেন, "নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ধারা অব্যাহত রাখতে সার্বভৌমত্ব বজায় রাখতে দেশকে দুর্নীতিমুক্ত দারিদ্র্য মুক্ত করতে বিজেপির হাত ধরা খুবই প্রয়োজন ।"
শীতলখুচি প্রসঙ্গে বিজেপি প্রার্থী তথা তৎকালীন কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশীষ ধর বলেন, "শীতলখুচিতে এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি । সিআইডি তদন্ত করেছে হাইকোর্টে হেয়ারিং চলছে । যেদিন সিবিআই তদন্ত হবে যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেইনস্টে সেই জায়গায় সেইদিন সেই রহস্য উন্মোচিত হবে কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছিল ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊