Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড গড়লেন কোহলি

প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড গড়লেন কোহলি

Kohli


চিন্নস্বামী স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড গড়লেন কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমে একে একে দুইটি ক্যাচ ধরে রায়নাকে টপকে এক অনন্য রেকর্ডের মালিক হলেন বিরাট।



টি২০ ক্রিকেটে ১৭২টি ক্যাচ ধরে সুরেশ রায়নার সঙ্গে একি আসনে ছিলেন বিরাট। ভারতীয় হিসেবে সব থেকে বেশি ক্যাচ ধরার তালিকায় ছিলেন রায়না ও কোহলি দুজনই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বেয়ারস্টোকের ক্যাচ ধরে রায়নার ক্যাচ ধরার নজির ছাপিয়ে যান কোহলি। আর তারপরে ধওয়ানের ক্যাচ ধরেন কোহলি। টি২০ ক্রিকেটে কোহলির ক্যাচের সংখ্যআ হল ১৭৪।



টি২০-তে ক্যাচ ধরার নজির

বিরাট কোহলি - ১৭৪

সুরেশ রায়না - ১৭২

রোহিত শর্মা - ১৬৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code