Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসামের চার আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস

আসামের চার আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস



TMC



সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের ৪২ আসনের প্রার্থী ঘোষনা করেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভা থেকে সেই তালিকা প্রকাশ করা হয়। প্রথমবার র্যাম্পে হেঁটে প্রার্থীদের পরিচিত করান মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরপর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ আসামের চার আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস।




আসামে তৃণমূলের প্রার্থী:

কোকরারঝাড়: গৌরি শঙ্কর সারানিয়া

বরপেটা: আবুল কালাম আজাদ

লখিমপুর: ঘনা কান্ত চুটিয়া

শীলচর: রাধাকান্ত বিশ্বাস



এখনও প্রকাশিত হয়নি লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। ইতিমধ্যে বিজেপি, কংগ্রেস, বাম ও তৃণমূলের তরফে কিছু কিছু আসনের প্রার্থী ঘোষনা করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code