আইপিএলের ইতিহাসে অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধাওয়ান

Sikhar Dhawan



শনিবার একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর ১১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। সেই ম্যাচেই দুর্দান্ত এক রিভার্স শটে আইপিএলের ইতিহাসে অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধাওয়ান।




এদিন আইপিএলের ইতিহাসে ১৭তম ক্রিকেটার হিসেবে ১৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়েন ধাওয়ান। এই ইনিংসের পরে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে শিখরের ছক্কার সংখ্যা দাঁড়ায় ১৫২টি। তিনি ব্যাটসম্যানদের তালিকায় এদিন টপকে যান যুবরাজ সিংকে।



ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় শিখরের সামনে রয়েছেন ইউসুফ পাঠান। পাঠান আইপিএলের ১৭৪টি ম্যাচের ১৫৪টি ইনিংসে ব্যাট করে ১৫৮টি ছক্কা মেরেছেন।



এদিন লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ৫০ বলে ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন।