মমতাকে কুকথা দিলীপের, শোকজ করে জবাব চাইলেন বিজেপি সভাপতি!




ভোটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর মধ্যেই দিলীপ ঘোষের কুকথার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে তৃণমূল। এর মাঝেই এবার দিলীপ ঘোষকে শোকজ করে জবাব চাইলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা।



মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলেন, ‘‌উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’‌ দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই অস্বস্তিতে পড়ে যায় বিজেপি।



বর্ধমান - দূর্গাপুর থেকে এবছর প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এভাবে কুমন্তব্য করা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল। 



দলের শোকজ চিঠিতে লেখা হয়েছে আপনার বক্তব্য বিজেপির আদর্শের বিরোধী। পার্টি এই বক্তব্যে নিন্দা করছে। এই ধরনের অবমাননাকর বক্তব্য নিয়ে ব্যাখা চেয়েছেন জেপি নড্ডা।