Rajanya Haldar: বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা? তুঙ্গে জল্পনা, কি বলছেন রাজন্যা?
সামনে লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। ছেড়েছেন বিধায়ক পদও। কুনাল ঘোষ দলে রয়েছেন কিন্তু ছেড়েছেন দুটো পদই। তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)-কে নিয়ে নয়া জল্পনা। একুশে জুলাইয়ের মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন যে ছাত্রনেত্রী তাঁর নাকি বিজেপিতে যোগদান করার কথা এমনই জল্পনা ছড়িয়েছে।
তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar) এর সাথে ঘন ঘন বিজেপি রাজ্য নেতৃত্বরা যোগাযোগ করেছেন বলে খবর। শুধু রাজন্যা নন আরও একাধিক ছাত্রনেতা -নেত্রীর সাথে যোগাযোগ হয়েছে বলে খবর। যদিও রাজন্যার দাবি, তিনি এখনই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না। কেন যোগ দেবেন? তার কোনো কারণ নেই বলেই দাবি রাজন্যার।
যদিও সূত্রের খবর, দল বদল করেছেন না রাজন্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্ব পেয়েছিলেন রাজন্যা হালদার। ছাত্র রাজনীতি রাজন্যা এখন এক অন্যতম মুখ। রাজন্যার ঝাঁঝালো ভাষন নজর কেড়েছিল সকলের। তিনি এখনই তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যোগদানের কথা ভাবছেন না বলেই নাকি দাবি করেছেন রাজন্যা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊