Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল পড়ুয়াদের সাথে গঙ্গা নীচে মেট্রো সফরে মোদীর

স্কুল পড়ুয়াদের সাথে গঙ্গা নীচে মেট্রো সফরে মোদীর

Modi


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, গঙ্গার নিচে দিয়ে মেট্রোর উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গঙ্গার নিচে ৫২০ মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর। এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে।



হাওড়ার মানুষ মনে করছে, যান জট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে আজ। যদিও টিকিটের মূল‍্যধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা। ভারতবর্ষে এই প্রথম গঙ্গার নীচ দিয়ে এই মেট্রো পরিষেবাকে একটা বি পরিষেবা বলা হয়েছে। এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে।



গতকালই প্রধানমন্ত্রী রাজ‍্যে আসেন। রাজভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন। জানা গেছে, তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।



এদিন সকালে এসপ্ল‌্যানেড মেট্রো স্টেশন থেকে নয়া রুটের মেট্রোর উদ্বোধন করেন তিনি। এর পরই প্রায় ৫০০ স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরে যান মোদি (PM Modi)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code