Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee


নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে।এত টাকা নাহলে আসছে কোথা থেকে।প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি আরো বলেন এটা আরো একটা খেলা।এটা কোন আইন চার্জশিট দেবে না।বছরের পর বছর জেলে আটকে রাখছে।আমরা বিজেপি নির্বাচন চাইনা।ইমপার্সিয়াল ইলেকশন চাই।বাংলায় একমাত্র ইমপার্সিয়াল ইলেকশন হয়।



বাংলায় এসে যারা বড়বড় কথা বলছে তাদের বলবো উত্তরপ্রদেশে যান।দেখুন কি অবস্থা।মহিলারা নিরাপদ নয়।বিজেপি এরাজ্যে দাঙ্গার ছক করে মা বোনেদের অসম্মান করছে।তাতে এরাজ্যে মা বোনেরা খুশী নয়।



এদিন দশ তারিখ ব্রিগ্রেডে আসার ডাক মুখ্যমন্ত্রীর।আমি সবাইকে বলবো যারা নবজাগরণ,নব সংস্কৃতি গড়তে ভালোবাসেন তারা দশই মার্চ ব্রিগ্রেডে আসুন।গর্জন করুন।বাংলা এগিয়ে যাবে।বিজেপির সভা হলে রেল পাওয়া যায় লোক আসার।তার তৃনমূল টাকা জমা দিলেও রেল বাতিল করে দেওয়া হয়।



প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ইলেক্টোরাল বন্ডকে বেআইনি ঘোষণা করেছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ আবার রায় দিয়েছে, টাকার বদলে ভোটের মামলায় বিধায়ক-সাংসদরা পার পাবেন না। এদিন তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code