Loksabha Election 2024: লোকসভা ভোটের দিন ঘোষণা ১৩ মার্চ!
কবে নির্বাচন? তা নিয়ে চলছে জোর জল্পনা। এই বুঝি ঘোষনা হয় দিন। এর মাঝেই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে ইঙ্গিত মিলল নির্বাচন ঘোষনার তারিখ নিয়ে। আজ মন্ত্রীসভার বৈঠক হয় আর সেই বৈঠকেই স্পষ্ট ভাবে ইঙ্গিত মিললো যে আগামী ১৩ই মার্চ নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করতে পারে কমিশন।
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগে সমস্ত সরকারি প্রকল্পের কাজ শেষ করতে হয়। নির্বাচন চলাকালীন কোনোরকম সরকারি প্রকল্পের কাজ করা যায় না আর তাই আজ মন্ত্রীসভার বৈঠকে প্রকল্প গুলির কাজ সম্পন্ন করার নির্দেশ দিলেন। বেঁধে দিলেন ডেডলাইন। আর সেই ডেডলাইন ১২ই মার্চ। তাই মনে করা হচ্ছে ১২ বা ১৩ই মার্চ ঘোষিত হাতে পারে নির্বাচনী নির্ঘন্ট। নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হলেই আদর্শ আচরণবিধি লাঘু হয়ে যাবে সারা দেশেই।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, নতুন কোনও ঘোষণা থাকলে, তা ১২ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের পর্যালোচনার পাশাপাশি মন্ত্রীদের এই নির্দেশ দেন মমতা। প্রসঙ্গত ইতিমধ্যে রাজ্য পরিদর্শন করে গিয়েছে নির্বাচন কমিশন। মনে করা হচ্ছিল নির্বাচন কমিশন পরিদর্শন করে গেলেই নির্বাচন নির্ঘন্ট ঘোষনা হতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊