Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলয়ে খুশির হাওয়া

টানা ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলয়ে খুশির হাওয়া

টানা ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলয়ে খুশির হাওয়া


টানা ঝিরঝিরে বৃষ্টির ফলে উত্তরের চা বলয়ে খুশির হাওয়া । বহুদিন থেকে বৃষ্টির না হওয়ার ফলে সেচের অভাব দেখা দিয়েছিল। শুকিয়ে যাচ্ছিল চা গাছ। তবে বৃষ্টির জল পড়ার ফলে এবার মিটবে সেচের সমস্যা।

চা গাছে দেখা দেবে নতুন পাতা, ফার্স্ট ফ্ল্যাশ চা উঠবে যার চাহিদা রয়েছে বাজারে। বৃষ্টির ফলে সকলেই খুশি বাগানের ম্যানেজার থেকে শ্রমিকরা ।

ডেঙ্গুয়াঝার চা বাগানের তরফে সুবীর গাঙ্গুলি বললেন এ বছরের প্রথম বৃষ্টি যা চায়ের জন্য খুবই লাভদায়ক।

জীবন চন্দ্র পান্ডে জেনারেল ম্যানেজার গুড্রিক গ্রুপ অফ কোম্পানির এছাড়াও শ্রমিকরা গ্রাবরিলা মিনিট,পূর্ণিমা রঘুতিয়ারা জানালেন তাঁরা খুব খুশি বৃষ্টির জন্য। এতদিন বৃষ্টি না হওয়ার ফলে চা পাতার ধূলায় কাজ করতে অসুবিধা হত, এখন সমস্যা নেই। শ্রমিকরা খুশিতে মিষ্টিমুখ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code