CAA নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশজুড়ে কার্যকর হল সিএএ ।সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। সিএএ তৎপরতার মধ্যেই নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, তিনি এদিন স্পষ্ট বলেন, ' নির্বাচনের আগে কেন CAA কার্যকরের চেষ্টা ? CAA আইন পাশের পরে বারবার এক্সটেনশন করে আজকে চারবছর লেগে গেল। নির্বাচনের মুখেই এটা করার প্রয়োজন পড়ল তার কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। যে নিয়মটা করা হয়েছে, সেখানে কী বলা হয়েছে। এটা ভোটের আগে মানুষের সঙ্গে ছলনার চেষ্টা"।
"যদি সিএএ নিয়ে নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে তীব্র প্রতিবাদ, সিএএ-র নাম করে ডিটেনশন ক্যাম্প রেখে দেবে, তা হবে না, সিএএ রাজ্যে লাগু হতে দেব না, যাঁরা ভারতবর্ষে বসবাস করেন, তাঁরা ভারতের নাগরিক, এই নতুন আইন আগের অধিকার বাতিল করে দেবে না তো ?'' বললেন মুখ্যমন্ত্রী।
CAA কার্যকর নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় #today #todaynews
Posted by Sangbad Ekalavya on Monday, March 11, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊