'ভালোভাবে পড়াশুনা করো তোমাদের বিয়ে দেবো' প্রতিশ্রুতি রাখেনি প্রেমিকার মা, ধর্ণায় প্রেমিক

love



দিনহাটা: 

প্রেমিকার মায়ের মিথ্যে প্রতিশ্রুতিতে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায় প্রেমিক। সেই ফাঁকে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার। অবশেষে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়িতেই ধরনা অবস্থান প্রেমিকের। 

ঘটনাটি ঘটেছে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা চৌপথী সংলগ্ন এলাকায়। এ বিষয়ে রবিবার বিকেল তিনটে নাগাদ প্রেমিক সুমাল্লিক রায় বলে সংশ্লিষ্ট ওই এলাকার একটি মেয়ের সঙ্গে তার দীর্ঘ ছয় থেকে সাত বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি তাদের এই প্রেমের সম্পর্ক দুজনের পরিবার জানতো। এছাড়াও দুজনের পরিবার এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিল। সেই সময় প্রেমিকার মা প্রেমিককে বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। 

প্রেমিকার মায়ের এই প্রতিশ্রুতিতে প্রেমিক নার্সিং পড়তে পাড়ি দেয় ব্যাঙ্গালুরুতে। তবে সেই ফাঁকে অন্য এক ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার। সেই খবর জানতে পেরে গতকাল সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে ধরনা অবস্থানে বসে প্রেমিক। প্রেমিকার বাড়িতে, প্রেমিক উপস্থিত হওয়ায় প্রেমিকার বাবা-মা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যা থেকেই প্রেমিকার সঙ্গে দেখা করে কথা বলার দাবিতেই ধরনা অবস্থানে বসে প্রেমিক। 

প্রেমিক আরো জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনের যোগাযোগ বন্ধ করে দেয়। সেই কারণে প্রেমিকা কে ফিরে পেতে গতকাল সন্ধ্যা থেকে বর্তমান সময় পর্যন্ত ধরনা অবস্থানে রয়েছে প্রেমিক সুমাল্লিক রায়।