Justice Abhijit Ganguly: বিচারপতি থেকে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, তবে কি এবার রাজনীতিতে?

Abhijit Ganguly


সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে, রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট নিয়ে যখন জোরদার প্রস্তুতি চলছে এই পরিস্থিতির মাঝেই বড় খবর বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।



আগামী ৩০ আগস্ট তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ অবসর নেওয়ার সময়। কিন্তু অবসরের সময়ের আগেই পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি। আগামী মঙ্গলবার দেশের রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগ পাঠাবেন বলে জানা গেছে। আর তারপরেই রাজনীতিতে আসতে পারেন বিচারপতি (Justice Abhijit Ganguly) এমনটাই কানাঘুষো চলছে বিভিন্ন মহলে। যদিও এমন কোনো বার্তা তিনি এখনও নিজে দেননি। তবে বড় কোনো ঘোষনা শীঘ্রই হতে চলেছে এমনটাই জানিয়েছেন বিচারপতি (Justice Abhijit Ganguly)।


নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একের পর এক রায়ে বিপাকে পড়েছে রাজ্য সরকার। তাঁর রায়ে কখনও সিবিআই, কখনও ইডি বা অন্য কোনও তদন্ত সংস্থা তদন্তেও নেমেছে। কখনও আবার তাঁর রায় বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে।


কলকাতা হাইকোর্টের সেই নজরকাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) একটা সময় রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে ভগবান বলেও তকমা পেয়েছে। নিমেষেই রাজ্যে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এবার তাঁর মেয়াদ শেষের আগেই অবসর নিচ্ছেন।