Bengal Weather: মেঘলা আকাশ ! জানুন আবহাওয়ার খবর 

Bengal Weather: মেঘলা আকাশ ! জানুন আবহাওয়ার খবর
নিজস্ব ছবি ঃ সংবাদ একলব্য 



একদিকে কোকিলের ডাক অন্যদিকে মুখভার আকাশের। কালো মেঘের ঘনঘটা উত্তরের আকাশ জুড়ে। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।


এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Bengal Weather) দফতর। এক দিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্য দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

Bengal Weather: মেঘলা আকাশ ! জানুন আবহাওয়ার খবর
নিজস্ব ছবি ঃ সংবাদ একলব্য 

আলিপুর হাওয়া অফিস (Bengal Weather) জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।


এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Bengal Weather)। শনি ও রবিবার অপেক্ষাকৃত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আপাতত তাপমাত্রা বাড়তে পারে।

Bengal Weather: মেঘলা আকাশ ! জানুন আবহাওয়ার খবর
নিজস্ব ছবি ঃ সংবাদ একলব্য 


বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অবশ্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হলেও অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে।


শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Bengal Weather: মেঘলা আকাশ ! জানুন আবহাওয়ার খবর
নিজস্ব ছবি ঃ সংবাদ একলব্য 



বঙ্গোপসাগরে একটি অ্যান্টি-সাইক্লোন রয়েছে, তার ফলেই এই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।