IPL 2024 CSK VS RCB: আজ প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর, কখন কোথায় দেখবেন ম্যাচ?
আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর প্রথম ম্যাচেই এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগেই চমক দিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনি তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের হাতে।
CSK Vs RCB IPL 2024 Match 1 এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চিপকে সন্ধ্যা ৮টায় শুরু হবে। ভারতে Star Sports Network এ দেখা যাবে লাইভ ম্যাচ। এর পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে JioCinema এর অ্যাপ ও ওয়েবসাইটে।
CSK বনাম RCB IPL 2024 ম্যাচ 1: স্কোয়াড
CSK: এমএস ধোনি, মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, মিচেল, সানচেল, রাশেদ। সিমারজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।
আরসিবি: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক) রজত পতিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, উইল জ্যাকস, সৌরভ চৌহান, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, কর্ন শর্মা, ক্যামেরন গ্রিন, স্বপ্নিল সিং, মায়াঙ্ক দাগার, মানিক দাগার আকাশ দীপ, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, যশ দয়াল, টম কুরান, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ভিশক বিজয় কুমার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊