Lok Sabha Election 2024: বাংলার ৮ আসনে প্রার্থী ঘোষনা কংগ্রেসের
কয়েকটি আসনে প্রার্থী দিল কংগ্রেস। পশ্চিমবঙ্গের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তারা। ইতিমধ্যে বামেরা যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তবে বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮টি আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্যে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী রয়েছে। গতকাল কংগ্রেস তৃতীয় দফায় দেশজুড়ে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে।
৫ বারের সাংসদ এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তাঁর গড় বহরমপুর থেকেই লড়বেন।
কলকাতা উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য।
পুরুলিয়াতে প্রার্থী কংগ্রেসের চারবারের বিধায়ক এবং পুরুলিয়ার জেলা সভাপতি নেপাল মাহাতো।
মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী দু'বারের বিধায়ক এবং বরকত গণি খান চৌধুরীর ভাইপো ইশা খান চৌধুরী।
রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক এবং ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া তরুণ নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।
বীরভূমে কংগ্রেসের হয়ে লড়বেন জেলা সভাপতি মিলটন রশিদ।
মালদা উত্তরে মোস্তাক আলম।
জঙ্গিপুরে মহম্মদ মুর্তজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊