শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় গিলের গুজরাটের 





গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জেতেন হার্দিক পান্ডিয়া। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হোম টিম গুজরাট টাইটানস। এদিকে শুভমন গিলের ক্যাপ্টেন হিসেবে এটিই প্রথম আইপিএল ম্যাচ। সুতরাং, ক্যাপ্টেন্সি অভিষেকে টস হারলেন তিনি।

শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। চতুর্থ ওভারে শেষ বলে নিখুঁত ইয়র্কারে ঋদ্ধিকে বোল্ড করেন বুমরাহ। ১৫ বলে ১৯ রান করেন সাহা। ৭.৪ ওভারে পীযূষ চাওলার বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন শুভমন গিল। তবে তিনি বাউন্ডারি লাইনে রোহিত শর্মার হাতে ধরা পড়ে যান। ২২ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন গুজরাট দলনায়ক। ১৬.১ ওভারে বুমরাহর স্লোয়ার বলে বড় শট নিতে গিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন মিলার। ১৭তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। প্রথম বলেই তিনি তুলে নেন ডেভিড মিলারের উইকেট। ১৬.৩ ওভারে বুমরাহর বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন সাই সুদর্শন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন সাই। ৩৯ বলে ৪৫ রান করেন সুদর্শন। জেরাল্ড কোয়েটজির প্রথম বলে বড় শট নিতে গিয়ে নমনের হাতে ধরা পড়েন রাহুল তেওয়াটিয়া। ১৫ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে গুজরাট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে আজমত সাজঘরে ফেরান ইশানকে। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি ইশান। মুম্বই রানের খাতা খোলার আগে উইকেটের খাতা খোলে। নমনকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান আজমত। ১০ বলে ২০ করেন। ১৩তম ওভারে মুম্বই শিবিরে মোক্ষম আঘাত হানেন সাই কিশোর। ১২.১ ওভারে সাই কিশোরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৫.৫ ওভারে মোহিতের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ব্রেভিস। করেন ৩৮ বলে ৪৬। ১৭.৬ ওভারে মোহিত শর্মার বলে বড় শট নেওয়ার চেষ্টায় ডেভিড মিলারের হাতে ধরা পড়েন টিম ডেভিড। ১০ বলে ১১ রান করেন তিনি। একে একে পড়তে থাকে উইকেট। শেষমেষ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২-তেই আটকে যায় মুম্বাই। ৬ রানে ম্যাচ জয় গুজরাটের। গুজরাট টাইটানসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলা সাই সুদর্শন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তিনি ৩৯ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন। গিলের অধিনায়কত্বে প্রথম ম্যাচ জয় গুজরাটের।