বঙ্গের বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, টিকিট পেলেন কারা?

BJP



রবিবার বাংলার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এদিন বাংলার ১৯টই আসনের প্রার্থী ঘোষনা করা হয়েছে। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংহ ও তাপস রায় জায়গা করে নিয়েছেন এই তালিকায়। এছাড়াও পুনরায় টিকিট পেয়েছেন রাজু বিস্তা। টিকিট পেলেও কেন্দ্র বদল হল দিলীপ ঘোষের। এছাড়া জল্পনা মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


[ads id="ads1"]


দ্বিতীয় প্রার্থীতালিকায় কারা ?

জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

দার্জিলিঙে রাজু বিস্তা

রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল

জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ

ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ

কৃষ্ণনগরে অমৃতা রায়

দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত

বারাসাতে স্বপন মজুমদার

বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র

[ads id="ads2"]


মথুরাপুরে অশোক পুরকায়েত

কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়

উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী

শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু

আরামবাগে অরূপকান্তি দিগার

তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কেন্দ্র বদল দিলীপ ঘোষের, মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার



প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দ্বিতীয় দিনেই বাংলার ৪২টি লোকসভার মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১৯ জনের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ, বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। যদিও আসানসোল কেন্দ্র বাদ দিলে, এখনও চার আসনে প্রার্থী ঘোষণা বাকি রইল বিজেপির। উল্লেখযোগ্য ভাবে বাকি ডায়মণ্ডহারবারও।