Gauahar Khan: মদিনায় গওহর খান, ইফতারে বসে ভেঙে পড়লেন কান্নায়
কয়েকমাস আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। আর তার আগে থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন গওহর। সম্প্রতি তিনি গিয়েছিলেন মদিনায়(Madinah), আর সেখান থেকেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ইফতারে বসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায় মদিনায় ইফতারের সময় অভিনেত্রীর স্বামী খেজুর আর জল এগিয়ে দিচ্ছে আর সেসময় কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
গওহর খান ও তাঁর স্বামী ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে বিশ্বাস নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’
ভিডিওটি দেখে নেট নাগরিকদের একাংশ প্রশংসা করলেও একাংশ সমালোচনাও করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊