Latest News

6/recent/ticker-posts

Ad Code

Forhad Hakim: বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে : ফিরহাদ হাকিম

বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে : ফিরহাদ হাকিম

Forhad Hakim


আগামী দশ মার্চ ব্রিগেডে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে । রবিবার লাভপুর বিধানসভা কেন্দ্রের পাঁরুই অঞ্চলে জনগর্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 



সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমাদের দল বারবার বলেছে বিচারপতি হয়ে উনি যে কমিটমেন্ট করছেন সেইগুলো বিচারপতি হয়ে করা উচিত নয় । উনি কোনো দলে যোগদান আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো ।" 



আসানসোল লোকসভাকেন্দ্রে পবন সিং বিজেপি প্রার্থী হতে না চাওয়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির সমস্যা হচ্ছে এটাই বিজেপির প্রার্থী ভালো হতে চান না । বাংলায় বিজেপির সুনিশ্চিত হার জেনে ভালো লোক প্রার্থী হতে চান না । বিজেপির হাতে টাকা আছে ক্ষমতা আছে । বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code