Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের উদ্বোধন উপহার ওয়েলফেয়ার সোসাইটির

শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের উদ্বোধন উপহার ওয়েলফেয়ার সোসাইটির

Education and mental development


সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ওয়েলফেয়ার সোসাইটি আজকে শুভ উদ্বোধন করল তাদের ‘শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের’। সিউড়ি সংলগ্ন মুরাদপুর গ্রামে এই সেন্টার শুরু করা হলো। প্রাথমিকভাবে এখানে বিনামূল্যে গ্রামের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ একই সাথে পড়াশোনা এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং দেওয়া হবে। গ্রামের শিশুরা যাতে শহরের শিশুদের থেকে কম্পিটিশনে পিছিয়ে না পড়ে এবং তারাও যেন আগামী দিনে গিয়ে স্বনির্ভর, একই সাথে চাকরিতে অগ্রাধিকার পায় সেই সব দিক ভেবেই এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত গ্রামের ছেলেমেয়েদের কর্মমুখী করতে এবং আধুনিক কাজকর্মে অংশীদার করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সিউড়ি সদরের ডাক্তার ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, সমাজ সেবি সঞ্চারী সালুয় ভট্টাচার্য, সমাজ সেবক প্রিয় নীল পাল, বামদেব গড়াই।



জিষ্ণু ভট্টাচার্য জানান এই ধরনের শিক্ষা কেন্দ্রে আমার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। আমি নিজেও এসে ছাত্রছাত্রীদের পড়ানোর চেষ্টা করব এবং সব ধরনের সহযোগিতা করব।



উদ্যোক্তা প্রিয়নীল পাল জানান, মূলত গ্রামের ছেলে মেয়েরা যাতে কম্পিউটারের কাজকর্মগুলো ভালো করে শিখতে পারে এছাড়াও তাদের কমিউনিকেশন স্কিল যাতে ভালো হয়, যায় ফলে তারা আগামী দিনে গিয়ে কর্মমুখী হতে পারবে,নিজেরা কিছু করতে পারবে - এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সেন্টার খুলেছি এবং মানুষ সহযোগিতা করলে গ্রামে গ্রামে আরো সেন্টার খোলার ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code