ভোটের মুখে কোচবিহার রাজবাড়ী পার্কের সামনে থেকে তিনটি আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক নাবালক

ভোটের মুখে কোচবিহার রাজবাড়ী পার্কের সামনে থেকে তিনটি আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার এক নাবালক



তিনটি দেশি পিস্তল এবং পাঁচটি গুলি সহ কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ী পার্কের সামনে থেকে গ্রেপ্তার এক নাবালক। ভোটের মুখে এই অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সোমবার সাংবাদিক বৈঠক করে জানান, কোচবিহার ক্রাইম ব্রাঞ্চের গোপন সূত্রের খবরে এক বিশেষ অভিযানের মাধ্যমে এই নাবালককে আটক করা হয়েছে।

[ads id="ads1"]

কোচবিহারের প্রাণকেন্দ্র রাজবাড়ি পার্কের সামনে থেকে আটক করা হয়েছে তাকে। তার বাড়ি কোচবিহার শহরের দুর্গাবাড়ি এলাকায়। বিহারের পূর্ণিয়া জেলা থেকে শহরেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এই তিনটি বন্দুক এবং গুলি।

বিগত বেশ কয়েকটি নির্বাচনে কোচবিহার জেলা সন্ত্রাসের আঁতুড়ঘড় হয়ে উঠেছিল। মূলত গুলি বোমা বন্দুক এবং খুন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। বিগত পঞ্চায়েত নির্বাচন এবং তার আগের বিধানসভা এবং ২০১৯ লোকসভা নির্বাচনের সময় থেকেই এই ব্যাপক অস্ত্র সম্ভার ঘটছিল কোচবিহারে। তার কিছুটা হলেও এদিন আটকানো সম্ভব হয়েছে জেলা পুলিশের তৎপরতায়।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা আরো বলেন, এই ধরনের অভিযান আরো চালানো হবে এবং সেই সঙ্গে ওই বন্দুক কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যোগাযোগ পাওয়া যায়নি বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

তবে জেলা তৃণমূলের তরফে দাবী করা হয়েছে, এই অস্ত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে শান্ত কোচবিহারকে অশান্ত করার জন্য নিয়ে আসা হয়েছে। কোচবিহার জেলার যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী মন্তব্য করে বলেন, ভোটের মুখে কোচবিহারে অস্ত্র ঢোকানো হচ্ছে ভিন রাজ্য থেকে। বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে শান্ত কোচবিহারকে অশান্ত করার জন্য এই চক্রান্ত করছে। নাবালককে ব্যবহার করে অস্ত্র নিয়ে আসার কাজ শুরু করেছে বিজেপি। নাবালকের বিরুদ্ধে আইন অনেকটাই শিথিল তাই ব্যবহার করা হচ্ছে তাদের। আমরা পুলিশের উপরে আস্থা রাখছি ।

[ads id="ads2"]

অপরদিকে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেছেন, তৃণমূল কংগ্রেস যার পায়ের নিচের মাটি নেই তারা সন্ত্রাসের আশ্রয়ে ভোট করাতে চাইছে কোচবিহারে। আর সেই কারণেই বন্দুক বোমার আমদানি শুরু করেছে তারা। নাবালক বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে সন্ত্রাসের পরিবেশ বন্ধ হোক কোচবিহার জেলায়।