নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

Husband wife


নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। শনিবার এমনই এক ঘটনা ঘটলো বীরভূমের পোড্ডা গ্রামে। জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের।

[ads id="ads1"]

নাড়ুগোপাল মণ্ডল নামে এক যুবক তার তার বিবাহ হয়েছিলো মল্লারপুর থানার সন্দিগারা গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে। তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণ মন্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের সাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দিলেন। 


জানা যায় নাড়ু গোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ মন্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তার স্ত্রী দীর্ঘ ৩ বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে। নাড়ু গোপাল মন্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও আছে বলে জানা যায়। 

[ads id="ads2"]


শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চ জনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নাড়ুগোপাল মণ্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মন্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন।