CPIM Candidate list: প্রার্থীতালিকা প্রকাশ বামফ্রন্টের, রয়েছে তরুণ মুখ

CPIM Candidate list


পশ্চিমবঙ্গ বামফ্রন্টের তরফে আজ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় প্রথমদফার প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট (CPIM Candidate List)। সিপিএম (CPIM) ও অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। এবারের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নতুন মুখ।

কংগ্রেসের সাথে জোটের চূড়ান্ত সবুজ সঙ্কেত না থাকায় এদিন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেন মহম্মদ সেলিমরা। এদিন মোট ১৬টই আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন বিমান বসু। সাংবাদিক বৈঠকে বিমান বসুর পাশেই বসে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।



প্রার্থী তালিকা:

কোচবিহার- নীতিশচন্দ্র রায় (ফব)

জলপাইগুড়ি- দেবরাজ বর্মন (সিপিআইএম)

বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)

কৃষ্ণনগর - এসএম শাদি (সিপিআইএম)

যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)

দমদম- সুজন চক্রবর্তী (সিপিআইএম)

শ্রীরামপুর- দীপ্সিতা ধর (সিপিআইএম)

দক্ষিণ কলকাতা- সায়রা শাহ হালিম (সিপিআইএম)

হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)

হুগলি- মনোদীপ ঘোষ (সিপিআইএম)

তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)

মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআইএম)

বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)

বিষ্ণুপুর- শীতল কৈব্যর্ত (সিপিআইএম)

বর্ধমান পূর্ব- নীরজ খান (সিপিআইএম)

আসানসোল- জাহানারা খান (সিপিআইএম)



এদিন বামেদের প্রার্থী ঘোষনার আগে ৮ আসনে লড়বেন আইএসএফ বলে জানিয়েছে তারা।