অবশেষে জাতীয় নির্বাচন কমিশনে দুই কমিশনার নিয়োগ
অবশেষে জাতীয় নির্বাচন কমিশনে (Nationl Election Commission) ২ নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো। জানা গেছে, জ্ঞানেশ কুমার ও সুখবীর সিংহ সান্ধুকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগে সীলমোহর পড়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার নিয়োগে সিদ্ধান্ত হয়। ভোটের আগে দুই নয়া কমিশনার পেল কমিশন।
সামনে লোকসভা নির্বাচন। জোরকদমে চলছিল লোকসভা নির্বাচনের প্রস্তুতি। সেই মুহূর্তে আচমকাই কয়েকদিন আগেই নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। ফলে শূন্য হয়ে নির্বাচন কমিশন। পদে ছিলেন শুধু মুখ্য নির্বাচন কমিশন। যার ফলে নির্বাচন কমিশনারের দুটি পদই শূন্য হয়ে যায়।
বৃহস্পতিবার দুই নির্বাচন কমিশনার (Election Commissioner) নিয়োগের জন্য বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রীর কমিটি। ওই কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊