Arvind Kejriwal Arrest: ১০ দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল


Arvind Kejriwal

গতকাল ইডির হাতে গ্রেফতার হওয়া দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ১০দিনের ইডি হেফাজতে পাঠালো আদালত। আবগারি দুর্নীতির মামলায় গতকাল কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আজ রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হলে আদালত ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল।

আবগারি দুর্নীতি মামলায় টাকা উদ্ধারে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। ইডি সূত্রের খবর, মদের লাইসেন্স পাইয়ে দিয়ে ৪৫ কোটি টাকা পেয়েছিল আপ সরকার। ২০২২ সালে গোয়া বিধানসভা ভোটে এই ৪৫ কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। গোয়ায় আম আদমি পার্টির ৪০ জন প্রার্থীর মধ্যে এই টাকা পেয়েছিলেন ১৩ জন, ইডি সূত্রে খবর।

আবগারি দুর্নীতির মাথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমনটাই নাকি মনে করছে ইডি বলেই সূত্রের খবর। তবে আজ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী জানান, আম আদমি পার্টি কোম্পানি ছাড়া আর কিছু নয়, সুতরাং কোম্পানির জন্য দায়ী আপ-এর সবাই। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের কোনো প্রয়োজন নেই বলেই সওয়াল করেন আইনজীবী।