Seikh Shahjahan: শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি

Seikh Shahjahan


অবশেষে আজ শাহজাহান শেখকে হাতে পেল সিবিআই। দিনভর টানাপোড়েনের পর সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ধাক্কার অবশেষে আজ শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষার পরেই সিবিআইয়ের হাতে তুলে দিল CID।



মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শাহজাহান শেখকে বিকেল সাড়ে চারটার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট সুপ্রিমকোর্টে ধাক্কার পর সময় পেরিয়ে গেলেও শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেয়নি সিআইডি। এরপরেই আদালত অবমাননার মামলা দায়ের করে ইডি। শেখ শাহজাহানকে CBI কাছে হস্তান্তর করা নিয়ে এদিনও কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ মঙ্গলবারের রায়ই বহাল রাখেন।



হাইকোর্টের এই নির্দেশের পরই প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিজাম প্যালেস থেকে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা। SSKM এ স্বাস্থ্য পরীক্ষার পর সিবিআইয়ের হাতে শাহজাহানকে তুলে দেয় সিআইডি। সূত্রের খবর জোকা ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হতে পারে নিজাম প্যালেসে।